পূর্ব লণ্ডনে ক্বিরাত প্রতিযোগিতা ‘কিউ ফ্যাক্টর-৮’ এর জমকালো উদযাপন
মো: জয়নুল আবেদীন, লণ্ডন: যুক্তরাজ্যব্যাপী ক্বিরাত প্রতিযোগিতা কিউ ফ্যাক্টর ৮ (QFactor8) ২০২৪ এর জমকালো উদযাপন গতকাল ১১ই জানুয়ারী শনিবার ২০২৫ লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এবং চ্যানেল এসের যৌথ ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় আট শতাধিক মেহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর নির্বাহী চেয়ারম্যন ডাঃ মো: জিয়াউল হক।
সমগ্র ইউকে, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করেন এবারের পর্বে। বাছাই পর্বের মাধ্যমে প্রায় ২ হাজারের অধিক প্রতিযোগির মধ্য থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল শেষে চুরান্ত পর্বে ফাইনালে দুই গ্রুপে মোট ২০ জন প্রতিযোগী স্থান পান। তাদের মধ্য থেকে সিনিয়র গ্রুপে যথাক্রমে যৌথ ভাবে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রাকিন আঞ্জুম ও খাদিজা হুসাইন, দ্বিতীয় স্থান ইব্রাহিম হাসান সিদ্দিক আল মাদানী ও তৃতীয় স্থান অর্জন করেন আনিহা আলীজা আলী। জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেন মারিয়ম ফাতিমা জাজিম, দ্বিতীয় স্থান ইয়াহিয়া সোয়েব এবং তৃতীয় স্থান মুহাম্মদ হুজাইফা বিন কাদির। এবছর ১ম স্থান অধিকারের জন্য £১৫০০, দ্বিতীয় স্থানের জন্য £১০০০ এবং তৃতীয় স্থানের জন্য £৫০০ পুরস্কার ও চুড়ান্ত পর্বের দুই গ্রুপের ২০ জনের প্রত্যেককে ১ টি করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ব্যারিস্টার আসিফ চৌধুরী ও মিজানুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন তাদের মধ্যে বিশেষ করে বিশিস্ট আলেম শায়খ আব্দুর রহমান মাদানী, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদাউস জলিল, শায়খ খিদির হোসেন, ডঃ আশরাফ মাহমুদ উজ্জল, চ্যনেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, শায়খ এমদাদুর রহমান মাদানী, শায়খ আবু সাইদ আনসারী। আরো উপস্থিত ছিলেন ডঃ আব্দুল বারি, ডঃ আব্দুস সালাম আজাদী, ডঃ কামরুল ইসলাম, কে এম আবু তাহের চৌধুরী, হাফেজ আবুল হোসাইন খান, মুফতি তারেক নাসরুল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর জনাব ওহিদ আহমদ সহ লন্ডনের কয়েকটি স্থানীয় কাউন্সিলের মেয়র ও কাউন্সিলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাক্রমে কালাম সলিসিটর, কার প্ল্যানেট, দুআ ডিনার, এনইসি মানি, প্রাইড অফ এশিয়া, অ্যাবাকাস পার্টনার এবং ফিস্ট ও মিষ্টি এর প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
অত্যন্ত পেষাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য চ্যানেল এস এর সিনিয়র প্রডিউসার জনাব আহাদ আহম্মেদ এবং গ্লোবাল এইড ট্রাস্ট এর ফান্ডরেইজিং ম্যানাজার এবং কিউ ফ্যাক্টর কোঅর্ডিনেটর জনাব মুহাম্মদ জয়নুল আবেদিনের হাতে বিশেষ সন্মাননা স্মারক তুলে দেন গ্লোবাল এইড ট্রাস্ট ও চ্যানেল এস এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সন্মানিত অতিথি বৃন্দ।
এবারের চুড়ান্ত পর্বের ২০ জনের সুললিত কন্ঠের তিলাওয়াত এবং নাসিদ শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠান স্থলে ব্যতিক্রমী আনন্দঘন পরিবেশ তৈরী হয়। শায়খ আব্দুর রহমান মাদানির দোয়া পরিচালনা ও নৈশভূজের মধ্যে দিয়ে এই জাকজমকপূ্র্ন ও আনন্দঘন অনুষ্ঠান সমাপ্ত হয় ।
Share this content:
Post Comment