পূর্ব লণ্ডনে ‘এক্সেল টিউটর’ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

খালেদ মাসুদ রনি, পূর্ব লণ্ডন: লন্ডন এক্সেল টিউটর এর শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্ট এ ভালো ফলাফল করায় সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ১২ জানুয়ারি, রবিবার দুপুর দেড়টায় মালবারী গালর্স স্কুল হলরুমে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ বছর ৯৭ জন স্টুডেন্টকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট ও ভাউচার প্রদান করা হয়।

এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও আকিলা রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জু শওকত। তিনি বলেন, ‘সন্তানের ভালো মানুষ হওয়ার জন্য বাবা মাকে সময় দিতে হবে এবং স্বপ্ন দেখাতে হবে। মোবাইল এবং কম্পিউটার গেমস এর প্রতি আমাদের ছেলে-মেয়েরা বেশি সময় দিচ্ছে, যার কারণে অনেক মেধাবী স্টুডেন্টসরা ঝরে যাচ্ছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর ক্রিস বলেন, ‘আমি একজন ব্ল্যাক অবং অটিজম হওয়া সত্বেও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি শুধু মাত্র কঠোর পরিশ্রম ও অধাবসায়ের দ্বারা।’

অনুষ্ঠানের প্রধান শিক্ষক আনিসুজ্জামান পেরেন্টস এবং অনন্য স্টুডেন্টের বিভিন্ন উপদেশ মূলক কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার এমন আহমেদসহ শতাধিক পেরেন্টস উপস্থিত ছিলেন।

এক্সেল টিউটর এর ১৭ জন শিক্ষার্থী এবছর বৃটেনের বিভিন্ন গ্রামার স্কুলে চান্স পেয়েছে, যার ফলে গর্বিত প্রতিস্টানটি।

Share this content:

Post Comment

অন্যান্য