কংগ্রেসকে রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ করতে দেয়া যাবে না, উড়িষ্যায় হিমন্ত

উড়িষ্যা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সপ্তাহ আগেও বলেছিলেন, তিনি এবারের নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসন চান, যাতে ভবিষ্যতে কংগ্রেস আর রামমন্দিরে তালা লাগাতে না পারে। প্রধানমন্ত্রীর সেই সুরেই গতকাল বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, কংগ্রেস অযোধ্যায় রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে পারে। সেই কারণেই বিজেপিকে ৪০০ আসন পেতে হবে।

গতকাল ওডিশা রাজ্যে একটি নির্বাচনী সভায় মসজিদের পুনর্নির্মাণ রোধে বিজেপিকে ৪০০ আসনে জয়ী করার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষ আমাদের জিজ্ঞাসা করে, কেন আমরা ৪০০ আসন চাই। আমরা ৪০০ আসন চাই, কারণ কংগ্রেস রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে, বাবরি মসজিদ যাতে ভারতে পুনর্নির্মিত না হয়। এ কারণেই আমাদের প্রধানমন্ত্রী মোদিকে ৪০০-এর বেশি আসনে জয়ী করতে হবে এবং আবার প্রধানমন্ত্রী করতে হবে।’

গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি হিন্দু ভোটের জন্য সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তায় হাঁটেন। তাঁর ভাষণ থেকে এটা স্পষ্ট, তিন দফা নির্বাচনের পর সাম্প্রদায়িক মেরুকরণই নির্বাচনে জেতার সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। সেই পথেই হাঁটছেন আসামের মুখ্যমন্ত্রী।

হিমন্ত গতকাল আরও বলেন, বিজেপি শুধু রামমন্দির বানিয়েই থেমে থাকবে না, ভবিষ্যতে তারা আরও মন্দির নির্মাণ করবে।

আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে কংগ্রেস আমাদের জিজ্ঞাসা করত, রামমন্দির কবে তৈরি হবে। এখন তারা এই প্রশ্ন করা বন্ধ করেছে। কংগ্রেস জানে, আমরা রামমন্দিরে থামব না। আমাদের দেশের প্রতিটি মন্দিরকে মুক্তি দিতে হবে। আমাদের অ্যাজেন্ডা দীর্ঘ।’

কংগ্রেস রামমন্দিরের তালা লাগাবে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে গতকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দেয়।

প্রিয়াঙ্কা বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেস দল বহুবার বলেছে, তারা আদালতের রায়কে সম্মান করবে। আমরা (অতীতে) এটি করেছি এবং ভবিষ্যতেও করব।’

Share0

Tweet

Share

Share

Share this content:

Post Comment

অন্যান্য