কলকাতা বইমেলা শেষ, বিক্রি ২৫ কোটি ২০ লাখ রুপির বই

কলকাতা প্রতিনিধি: আজ রোববার রাতে শেষ হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলায় ২৫ কোটি ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলার আয়োজক সংস্থা।

এ বইমেলার উদ্বোধন হয়েছিল ২৮ জানুয়ারি। উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছিল এই বইমেলার ৪৮তম বর্ষ। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি।

এবারের এই বইমেলায় বাংলাদেশ যোগ না দেওয়ায় বইমেলায় আসা বাংলাভাষী বইপ্রেমিকেরা হতাশ হয়েছেন।

এবার বইমেলার সেরা বিদেশি প্যাভিলিয়ন হিসেবে পুরস্কার পেয়েছে জার্মানি আর দেশের সেরা প্যাভিলিয়নের পুরস্কার পায় আজকাল পাবলিশার্সের প্যাভিলিয়ন। বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেছেন, আজ রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই বইমেলার শেষ ঘণ্টা বাজবে। তিনি আরও বলেছেন, এই বইমেলায় এখন পর্যন্ত ২৭ লাখ বইপ্রেমী মেলা দেখেছে। আর এখন পর্যন্ত বই বিক্রি হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপির।

কলকাতা বইমেলায় এবার যোগ দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু আর্জেন্টিনাসহ ইণ্ডিয়ার বিভিন্ন রাজ্যের প্রকাশকেরা। গতবারের এই বইমেলা দেখেছেন ২৭ লাখ বইপ্রেমী। আর বই বিক্রি হয়েছিল ২৩ কোটি রুপির।

এই কলকাতা বইমেলা শুরু হয়েছে ১৯৭৬ সাল থেকে। এবারও মেলা বসছে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলার নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে।

Share this content:

Post Comment

অন্যান্য