ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে পরিবহন বাস আক্রান্ত, উদ্বিগ্ন পরিবহন মন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর: ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে শ্যামলী বাসটি আক্রান্ত হয়েছে। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ সামাজিক মাধ্যমে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী লিখেছেন, ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি আক্রান্ত হয়েছে। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা।

তিনি আরও লিখেন, আজ ওই বাসটি বিশ্বরোডের এক পাস ধরেই যাচ্ছিলো। হঠাৎ বাসটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে। তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা।

ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন এবং বাসে থাকা ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেদেশের প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

Share this content:

Post Comment

অন্যান্য