ফের ত্রিপুরায় ৬ বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): গোপন খবরের ভিত্তিতে ফের ত্রিপুরা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশনে নিয়মিতভাবে বাংলাদেশিরা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক হওয়ায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালরা কিছুটা সতর্ক হয়ে গেছে।

তাই তারা এখন আগরতলা রেলস্টেশনের পরিবর্তে রাজ্যের অন্যান্য রেলস্টেশন থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিন রাজ্যে পাচারের উদ্দেশে ট্রেনে তুলে দিচ্ছে।


নিরাপত্তা কর্মীরাও তাই অন্যান্য স্টেশনে নজরদারি বাড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন তৃতীয় লিঙ্গের মানুষ বলে এদিন রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস।

তিনি আরও জানান, আটক ছয়জনের নাম যথাক্রমে- ইকলাশ মিয়া (২৪) (তৃতীয় লিঙ্গ), বাড়ি কিশোরগঞ্জ, রুবায়েত হোসাইন সিমি (২০) (তৃতীয় লিঙ্গ) বাড়ি গাজীপুর, তানভীর আহমেদ (২০) (তৃতীয় লিঙ্গ) বাড়ি নেত্রকোনা। বাকি তিন যুবকের নাম- জাকিরা মনা (২২) বাড়ি কিশোরগঞ্জ, জাকারিয়া (১৯) বাড়ি নেত্রকোনা ও মোহাম্মদ মোমিনুল হক (৫৪) বাড়ি নোয়াখালী।

তারা ট্রেনে করে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশে জিরানিয়া রেলস্টেশনে আসেন। আগরতলা জি আর পি বি এস এফ ও আগরতলার আর পি এফ শাখা মিলে এ অভিযান চালায়। আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানায় মামলা নিয়ে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অনেকে গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Share this content:

Post Comment

অন্যান্য