নাগাল্যান্ডে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা

কোহিমা, ১১ ফেব্রুয়ারি : নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাগাল্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন (এনবিএসই) পরিচালিত উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) চূড়ান্ত পরীক্ষা। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

এনবিএসই বোৰ্ড সূত্ৰে জানা গেছে, রাজ্য জুড়ে ৬৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৭,১৯৪ জন প্ৰার্থী পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছেন। সূত্ৰটি জানিয়েছে, ১৭,১৯৪ জনের মধ্যে ৫৪৬ জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী।

তাঁদের মধ্যে কলা বিভাগে ১২ হাজার ৪০৩ জন, বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২১৯ জন এবং বাণিজ্য বিভাগে ১ হাজার ২৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আপনাদের উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় গভীর মনোনিবেশ সাফল্য বয়ে আনুক। সুস্বাস্থ্য এবং শান্তির জন্য আমার প্রার্থনা রইল।’ পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনবিএসই-কেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

Share this content:

Post Comment

অন্যান্য