গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি অংশের মানুষের ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে: টিংকু রায়

আগরতলা, ত্রিপুরা: অশান্ত গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি অংশের মানুষের আজ বিজেপির প্রতিনিধি দলের সামনে ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে। দ্বিধাহীন ভাষায় বলেন মন্ত্রী টিংকু রায়। তিনি আগামী দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ অন্তত ২৫ শতাংশ অর্থ প্রদানের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, গণ্ডাছড়া সফরে গিয়ে বিজেপির প্রতিনিধি দল ভয়ানক রোষের মুখোমুখি হয়েছিলেন।

এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, বাঙালি অংশের ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁদের দাবি-দাওয়া শুনেছি। ত্রিপুরা সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল এবং ক্ষতিগ্রস্ত সকলের পাশে রয়েছে। তাঁর কথায়, যাঁদের বাড়িঘর পুড়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু, আগামী দুইদিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ অন্তত ২৫ শতাংশ অর্থ প্রদানের ব্যবস্থা করবে প্রশাসন।

তাঁর বন্তব্য, রাজ্য সরকার চাইছে পরিস্থিতি স্বাভাবিক হোক। বাজার খুলুক। গত তিনদিন ধরে মানুষ রাস্তায় আছেন, সেই অসহায়ত্ব এবং তিক্ততার বহি:প্রকাশ আজ দেখা গেছে। বলতে দ্বিধা নেই, গত কয়েকদিনের পরিস্থিতির জেরেই আজ তাঁদের ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে।

তিনি জানান, খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র দেখার ইচ্ছে ছিল আমাদের। তার বদলে এখন ফিরে গিয়ে তাঁদের দাবি-দাওয়া পূরণের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, আজ মারমুখী জনতা গণ্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয় ভাঙচুর করেছেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঠিকই। কিন্তু, পরিবেশ এখনও থমথমে হয়ে রয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য