উড়িষ্যা নিউজ ডেস্ক: উৎকর্ষ ওডিশা কনক্লেভের প্রথম দিনেই বিরাট বিনিয়োগ এল! এমনটাই দাবি সংশ্লিষ্ট প্রশাসনের। মঙ্গলবার ওডিশার ভুবনেশ্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিনই বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত অন্তত ৫৪টি মউ স্বাক্ষর করল রাজ্য সরকার।
রাজ্য়ের শিল্প সচিব হেমন্ত শর্মা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বিভিন্ন শিল্প সংস্থা ও শিল্প গোষ্ঠীর সঙ্গে সরকার ৫৪টি মউ স্বাক্ষর করেছে। যার মধ্য়ে আদানি গোষ্ঠীর বিনিয়োগের পরিমাণ সবথেকে বেশি। তারা রাজ্য সরকারকে ২.৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন হেমন্ত শর্মা।
সংশ্লিষ্ট আধিকারিকদের দাবি, এর ফলে আগামী দিনে রাজ্য়ে ৫ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসবে। এই বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে আদানি গোষ্ঠী, বেদান্ত এবং জেএসডাব্লিউ-এর মতো শিল্প সংস্থা।
রাজ্য়ের শিল্প সচিব হেমন্ত শর্মা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বিভিন্ন শিল্প সংস্থা ও শিল্প গোষ্ঠীর সঙ্গে সরকার ৫৪টি মউ স্বাক্ষর করেছে। যার মধ্য়ে আদানি গোষ্ঠীর বিনিয়োগের পরিমাণ সবথেকে বেশি। তারা রাজ্য সরকারকে ২.৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন হেমন্ত শর্মা।
তিনি বলেন, আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করবে। যার মধ্য়ে রয়েছে - সিমেন্ট, শক্তিসম্পদ, অ্যালুমিনা, স্মেলটার এবং শিল্প তালুক নির্মাণ। এ নিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি।
এদিন যে সংস্থাগুলি ওডিশা সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে বলে জানানো হয়েছে, তার মধ্যে অন্যতম হল সজ্জন জিন্দলের জেএসডাব্লিউ গ্রুপ। তারা ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। যার মধ্য়ে রয়েছে কেওনঝাড় জেলায় একটি ৫ এমটিপিএ (বছরে ৫০ লক্ষ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন) ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাব। শুধুমাত্র ওই প্রকল্পেই ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। যা কোরিয়ার সংস্থা পসকো-র সঙ্গে যৌথভাবে গড়ে তুলতে চায় সজ্জন জিন্দলের সংস্থা।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে পসকো ও জেএসডাব্লিউ-এর মধ্য়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। সেই অনুসারে, এই দুই সংস্থা যৌথভাবে ভারতে একটি ৫ এমটিপিএ ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
এছাড়াও, এদিন অনিল আগরওয়ালের বেদান্ত লিমিটেডও ওডিশা সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করে। তারা ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। এই সংস্থা ওডিশায় একটি ৩ এমটিপিএ অ্য়ালুমিনিয়াম কারখানা এবং একটি অ্য়ালুমিনিয়াম পার্ক গড়ে তুলতে চায়।
ওডিশা সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ার অয়েল কর্পোরেশন। তারা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ৭০,০০০ কোটি টাকার। যার মধ্য়ে রয়েছে পারাদ্বীপের একটি প্রস্তাবিত ন্য়াপথা ক্র্যাকার প্রকল্প এবং ভদ্রকে একটি সুতো উৎপাদন কেন্দ্র।