অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া, লন্ডন সফরে মমতা

কলকাতা, ৫ মার্চ (হি.স.): লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন তিনি। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা। সূত্রের খবর, এবারের বিদেশ সফরেও শিল্প নিয়ে হতে পারে বৈঠক।
এর আগে গত ২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাধা দিয়েছিল কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। ২০২৩ সালে মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়েও সংশয় ছিল নবান্নের কর্তাদের। তবে সেবার মিলেছিল বিদেশমন্ত্রকের সবুজ সংকেত।
সূত্রের খবর, ব্রিটেনে শিল্প বৈঠকও করার কথা তাঁর। রাজ্যে ফের বিদেশি বিনিয়োগ আসার আশায় বুক বাঁধছে শিল্পমহলের একাংশ।
Share this content:
Post Comment