রোহিঙ্গা নিয়ে সম্মেলন সেপ্টেম্বরে, অংশ নিতে পারে ৭০ দেশ-সংস্থা

বিশেষ সংবাদদাতা: রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকির বিষয় তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ উদ্যোগ গ্রহণ করছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে সহ আয়োজক হিসেবে থাকবে জাতিসংঘ। পুরো পৃথিবীতে যারাই রোহিঙ্গা ইস্যুর সঙ্গে সম্পর্কিত কিংবা তাদের ইনফ্লুয়েন্স করতে পারে- এমন ৭০ দেশ ও সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টার সফরের বিভিন্ন দিক তুলে ধরার সময় প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই ১০ লাখেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। গত এক বছরে ৭০ হাজারেরও বেশি নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে বিশ্বজনমত সৃষ্টি ও সমস্যার সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এখনো পর্যন্ত ভেন্যু চূড়ান্ত না হলেও সেপ্টেম্বর নাগাদ এ কনফারেন্স অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Share this content:

Post Comment

অন্যান্য