মণিপুরের ইমফল পশ্চিম-কাংপোকপি সীমান্ত এলাকায় গোলাগুলি
ইমফল, ২০ ডিসেম্বর : মণিপুরের ইমফল পশ্চিম-কাংপোকপি সীমান্ত এলাকায় ফের গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। গোলাগুলির ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
শুক্রবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাংপোকপি জেলার সীমান্তবর্তী ইমফল পশ্চিম জেলাধীন একটি গ্রামে গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, কাংপোকপি জেলার সাহেইবুং এবং এল জগনোমফাই গ্রাম থেকে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ইমফল পশ্চিমের তাইরেনপোকপি গ্রামকে লক্ষ্য করে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায়।
সূত্রের দাবি, সশস্ত্র সন্দেহভাজন জঙ্গিরা বিনা প্ররোচনায় তাইরেনপোকপি গ্রামের সশস্ত্র ‘ভিলেজ ভলানটিয়ার্স-দের লক্ষ্য করে বন্দুকযুদ্ধ শুরু করেছিল। ঘণ্টাখানেক পর বন্দুকযুদ্ধ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত রাতেই ঘটনাস্থলে পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।
Share this content:
Post Comment