বিহার: তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার, গ্রিনফিল্ড বিমানবন্দর

বিহার নিউজ ডেস্ক: শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বিহারকে একাধিক প্রকল্প উপহার দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বিহারে তৈরি হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার। এছাড়াও, সম্প্রসারিত করা হবে আইআইটি পাটনা। বিহারে তৈরি হবে গ্রিনফিল্ড বিমানবন্দর, হবে পাটনা বিমানবন্দরের উন্নয়ন, ঘোষণা অর্থমন্ত্রীর।
উল্লেখ্য, চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।
Share this content:
Post Comment