ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা

ঝাড়খণ্ড নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে দুই দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুই দফায় ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর হবে ভোট গ্রহণ, ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৯ অক্টোবর, প্রথম দফার ক্ষেত্রে স্ক্রুটিনি হবে ২৮ অক্টোবর ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ৩০ অক্টোবর।

প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ৩০ অক্টোবর, পরবর্তী দফার ক্ষেত্রে ১ নভেম্বর। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট হবে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ২০ নভেম্বর। গণনা হবে ২৩ নভেম্বর। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল ঝাড়খণ্ডে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড এই দুই রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও ডঃ এস এস সান্ধু। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, নির্বাচন উৎসবে।

এতে সকল নাগরিককে শামিল হওয়ার ডাক দিলেন তিনি। প্রচারের সময় আইন যাতে লঙ্ঘন না হয়, সে দিকেও নজর থাকবে।

Share this content:

Post Comment

অন্যান্য