আসাম মন্ত্রিসভায় নতুন চারজনের অন্তৰ্ভুক্তি,৭ ডিসেম্বর শপথ, মন্ত্রী সঞ্জয়ের পদত্যাগ
গুয়াহাটি, ৫ ডিসেম্বর : অসম মন্ত্ৰিসভায় নতুন চার সদস্যের নাম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তাঁরা উজান অসমের অন্তর্গত ডিব্রুগড়ের বিধয়ক প্ৰশান্ত ফুকন, ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা, বরাক উপত্যকার শ্রীভূমি জেলাধীন পাথারকান্দির বিধায়ক কৃষেন্দু পাল এবং কাছাড় জেলান্তৰ্গত লক্ষ্মীপুরের কৌশিক রাই।
আজ বৃহস্পতিবার বিকাল ৫.১০-এ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে তাঁর মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেছেন।
যাঁদের মন্ত্রী করা হবে তাঁরা ডিব্ৰুগড় আসনে চারবারের বিধায়ক প্ৰশান্ত ফুকন, শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির বিধায়ক কৃষেন্দু পাল, কাছাড় জেলান্তর্গত লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রাই এবং তিনসুকিয়া জেলার অন্তর্গত ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা।
এদিকে আজই মন্ত্ৰিসভা থেকে পদত্যাগ করেছেন সঞ্জয় কিষাণ। তাঁর জায়গায় চা জনগোষ্ঠী থেকে রূপেশ গোয়ালাকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
আগামী ৭ ডিসেম্বর নতুন মন্ত্রীরা শপথগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, অসমে মুখ্যমন্ত্ৰী সহ মোট ১৮ জনে বৃদ্ধি পেয়েছে মন্ত্ৰীর সংখ্যা।
এখানে উল্লেখ করা যেতে পারে, কাছাড় জেলান্তৰ্গত ধলাই-এর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী ছিলেন। গত লোকসভা নির্বাচনে তিনি শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হওয়ায় বরাক উপত্যকা মন্ত্রীশূন্য হয়ে পড়েছিল। এবার একের স্থানে দুজনকে তাঁর মন্ত্রিসভায় নিচ্ছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
Share this content:
Post Comment