আজ অসমের জন্য এক ঐতিহাসিক দিন, নির্মলার বাজেট ভাষণের পর বলেন মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, আসাম: আজ অসমের জন্য এক ঐতিহাসিক দিন। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশকৃত ২০২৫–২৬ অর্থবৰ্ষের বাজেটে অসমের নামরূপ ইউরিয়া প্ৰকল্পে বাৰ্ষিক ১২.৭ লক্ষ মেট্ৰিক টন উৎপাদন-যোগ্য অর্থ বরাদ্দের ঘোষণা শুনে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘অসমের জনতার আহ্বানে সাড়া দিয়ে বাজেটে এই বরাদ্দ সত্যিকার অৰ্থে এক উল্লেখযোগ্য ঘটনা। জাগিরোডে অৰ্ধপরিবাহী প্ৰকল্পের পর অসম সহ সমগ্ৰ উত্তর-পূৰ্বাঞ্চলের জন্য এটা একটি সৰ্ববৃহৎ উপহার হিসেবে বিবেচিত হবে। এর দ্বারা কেবল সারের উপলব্ধতায় স্বাবলম্বীতা হওয়াই নয়, আমাদের প্ৰাকৃতিক গ্যাস-সম্পদের পরিমাণ সদ্ব্যবহারেও সহায়ক হবে।’

‘অসমবাসীর হয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নিৰ্মলা সীতারমণকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ বলেন মুখ্যমন্রীধ হিমন্তবিশ্ব শর্মা৷

Share this content:

Post Comment

অন্যান্য