আগরতলায় ১১ বাংলাদেশি আটক

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুলিশ ১১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আগরতলা রেল স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবারও তাদের হাতে ১১ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের মধ্যে চারজন নারী ও সাতজন পুরুষ। সেই সঙ্গে তিনজন ভারতীয় দালালও আটক হয়েছে।

তিনি জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের আগরতলা রেলস্টেশন থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাহুল, মো. রুবেল, কামরুল হাসান, মো. সায়েম কাশেম, মো. আইয়ুব আলী, সোহাগ মিয়া, মো. কামাল উদ্দিন, মনোরমা বেগম, স্বপ্না খাতুন, পারভিন বেগম, প্রসেনজিৎ সরকার, নিয়ামত হোসেন এবং পিন্টু মিয়া।

আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা তিনজন ভারতীয় দালালের সাহায্যে ত্রিপুরায় প্রবেশ করেছেন। এই দালালদের সাহায্যে রেলস্টেশনে আসেন। ভারতে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে বেআইনিভাবে প্রবেশ করেছে বলেও জানায়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বাংলাদেশের কিছু নথি পাওয়া গেছে বলে জানান তিনি।

Share this content:

Post Comment

অন্যান্য