অরুণাচল প্রদেশে ৩.৫ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প

ইটানগর, ৩১ মাৰ্চ: সোমবার বেলা ০২টা ৩৮ মিনিট ১৮ সেকেন্ডে মৃদু ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য চীন ও মায়ানমার-ঘেঁষা অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলা এবং পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ সোমবার ভারতীয় সময় ১৪:৩৮:১৮ ঘণ্টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচল প্ৰদেশের শি ইয়োমি জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৮.৮৮° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৪° পূর্বে।
এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
Share this content:
Post Comment