অরুণাচলের পাসিঘাট বাজারে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক দোকান
পাসিঘাট (অরুণাচল প্রদেশ) : অরুণাচল প্রদেশের পাসিঘাটে আইজিজে হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন এবং বিমানবন্দর এলাকায় সবজি-বাজারে সংঘটিত বিধ্বংসী আগুনে শতাধিক দোকান ভস্ম হয়ে গেছে। বুধবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দমকলবাহিনীর প্রায় তিনঘণ্টার কসরতে আগুন নিয়ন্ত্রণে আসলেও ইতিমধ্যে বাজারের ১০৮টি দোকানপাট জ্বলে ছাই হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে দোকানে মজুত শাকসবজি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওলাক আপাঙের ইলেক্ট্রিক্যাল এবং পিএইচইডির অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার চেয়ারম্যান, থানা থেকে পুলিশ বাহিনী নিয়ে ওসি এবং পর্যাপ্ত ইঞ্জিন ও জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী (ডিডিএম) নিয়ে ফায়ার সার্ভিসের ওসি।
আগুন লাগার কারণ নিরূপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে জেলা প্রশাসন একটি বোৰ্ড গঠন করে দিয়েছে। আজ বোৰ্ডের সদস্যরা ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেছেন। শাকসবজি, মশলা, ফলমূল, পোশাক, মুদি এবং জুতোর মতো সামগ্ৰীর দোকানদার তথা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বোর্ডের সদস্যরা দেখা করে কথা বলেছেন। সরকারের কাছ থেকে দ্রুত ত্রাণ সহায়তার জন্য ডিডিএমও-অফিসে ট্রেডিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড সহ প্রয়োজনীয় নথি জমা দিতে বোর্ড কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের নির্দেশ দিয়েছেন।
ভস্মীভূত বাজার পরিদর্শন করে বোর্ড কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের দরুন আগুনের সূত্রপাত।
Share this content:
Post Comment