অনুপ্রবেশের অভিযোগে আগরতলায় শিশুসহ দুই বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): আবারও ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানিয়েছেন, আগরতলা রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, সোমবার (৯ ডিসেম্বর) রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক চারজন হলেন তাহিদুল পোলান (২৬), রাজিফা বেগম (১৯), মহামদ ঈশা পোলান (৩) ও মরিম পোলান (১)। তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় বলে জানিয়েছে।

তারা অবৈধ উপায়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেনে করে তারা অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশে রেলওয়ে স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল । এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আরও অনেকে গ্রেপ্তার হতে পারে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি তাপস।

Share this content:

Post Comment

অন্যান্য